অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে কুরিয়ার সার্ভিসকে যুগোপযোগী ও শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠন করা জরুরী হয়ে পড়ে। এ উদ্দেশ্যে ২০১০ সালে দি পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এর ধারা ৪ এবং ধারা ৮ সংশোধনপূর্বক কুরিয়ার সার্ভিস ব্যবসা পরিচালনা, নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠনের বিধান সংযোজন করে “ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা ২০১৩” প্রণীত হয়। এ বিধিমালার আলোকে ২০১৩ সালে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ যাত্রা শুরু করে।