Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৩

বার্ষিক প্রতিবেদন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের ২০২২-২৩ অর্থ বছরের উল্লেখযোগ্য কার্যাবলি/সাফল্য।

 

  • এ প্রতিষ্ঠানের নিজস্ব কোন স্থায়ী কার্যালয় ছিলনা। বিগত ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে প্রায় ৯ বছর পর এর স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়;
  • নন-ট্যাক্স রেভিনিউ খাতে টার্গেট ১ কোটি ৯৮ লক্ষ টাকা। আদায় ২ কোটি ৪ লক্ষ ৪২ হাজার ৬৭৪ টাকা। আদায়ের হার ১০৪%;
  • পরিচালন ব্যয় ১ কোটি ১৯ হাজার ৩৪০ টাকা;
  •  নীট আয়  ১ কোটি ৪ লক্ষ ২৩ হাজার ৩৩৪ টাকা;
  • মূল্য সংযোজন কর আদায় ১০ লক্ষ ৫৯ হাজার ১৫০ টাকা;
  • কর ও কর বর্হিভূত রাজস্ব বাবদ মোট আয় ২ কোটি ১৫ লক্ষ ১ হাজার ৮২৪ টাকা;
  • প্রদত্ত নতুন লাইসেন্স এর সংখ্যা ১৪ টি;
  • নবায়নকৃত লাইসেন্স এর সংখ্যা ৮৫টি;
  • প্রশিক্ষণ ৫টি;
  • প্রশিক্ষণার্থীর সংখ্যা ৭৫ জন;
  • ওয়ার্কশপ ২টি;
  • ওয়ার্কশপে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জন;
  • এ প্রতিষ্ঠানের নিজস্ব কোন আইন না থাকায় “মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০২৩” এর খসড়া প্রণয়ন করা হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে;
  • এ প্রতিষ্ঠানের নিজস্ব কোন কর্মচারী চাকরি বিধিমালা না থাকায় মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ এর ‘কর্মচারী চাকরি বিধিমালা ২০২৩’ এর খসড়া প্রণয়ন করে অর্থ  বিভাগে ভেটিং এর জন্য প্রেরণ করা হয়েছে ।
  • এ প্রতিষ্ঠান উদ্ভাবনী ধারণার অংশ হিসেবে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দিনের আলো সর্বোচ্চ ব্যবহার করে অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে। এতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ।
  •                                                   ================************===================

 

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ এর উন্নয়নণ,অগ্রগতি ও সাফল্য

 

উন্নয়ন অগ্রগতি ও সাফল্যের নাম

২০০৬ সালের চিত্র

২০২৩ সালের চিত্র

স্থায়ী কার্যালয় স্থাপন ও উদ্বোধন

 

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় প্রযোজ্য নয় ।

*মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিগত ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখে প্রায় ৯ বছর পর এর স্থায়ী কার্যালয় স্থাপন পূর্বক উদ্বোধন করা হয়।

কর্মচারী পদায়ন

 

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় প্রযোজ্য নয় ।

*বর্তমানে একজন সার্বক্ষণিক চেয়ারম্যানসহ অন্যান্য কর্মচারী পদায়ন করা হয়েছে।

কর ও করবহির্ভুত  রাজস্ব আয়

 

 

 

 

 

 

 

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় প্রযোজ্য নয় ।

নন-ট্যাক্স রেভিনিউ খাতে আয়

:

১১ কোটি ৩৬ লক্ষ ৭৬ হাজার ৩৫৫ টাকা।

ভ্যাট বাবদ রাজস্ব আদায়

:

৫৪ লক্ষ ৪১ হাজার ৯৫০ টাকা

কর ও করবর্হিভূত মোট রাজস্ব  অদায়  বাবদ আয়

:

১১ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ৩০৫ টাকা

 

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স এর সংখ্যা

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় প্রযোজ্য নয় ।

কুরিয়ার সার্ভিসের ধরণ

:

লাইসেন্স সংখ্যা

অভ্যন্তরীণ কুরিয়ার সার্ভিস

:

১০৪ টি

আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস

:

৮৯ টি

অনবোর্ড কুরিয়ার সার্ভিস

:

৩০ টি

মোট

:

২২৩ টি

 

আইন/ বিধিমালা/ সাংগঠনিক কাঠামো প্রণয়ন

 

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় প্রযোজ্য নয় ।

*“মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০২৩” এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

* “মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩” এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

*বিদ্যমান মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা,২০১৩ সংশোধনের লক্ষ্যে এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

*বিদ্যমান সাংগঠনিক কাঠামো সংশোধনের লক্ষ্যে এর খসড়া প্রণয়ন করা হয়েছে।